ইনস্টল ছাড়াই অ্যান্ড্রয়েডে গেম খেলা সম্ভব? খেলুন প্লেস্টেশন পোর্টেবলের সমস্ত গেম

 ৩/৪ জিবি র‍্যামের ফোন। স্পেস ৩২ জিবি ইন্টারনাল। প্রয়োজনীয় অ্যাপ ইন্সটল করতে গেলেই সমস্ত জায়গা খেয়ে ফেলে। ফ্রি ফায়ার পাবজি বন্ধ। আগে যাও খেলতেন তা আপডেট নিতে নিতে ৪ থেকে ৬ জিবি জায়গা খেয়ে ফেলে। মুভি, সিরিজ ডাউনলোড করে তো স্পেস আরো কম। এখন?

যদি আপনার মনে হয়ে এই পোস্টটি পড়ে কিছু একটা করা যাবে তাহলে নড়ে চড়ে বসুন। কারণ আজকের পোস্টটি একটি গেম কন্সোলকে নিয়ে যার গেমগুলি মোটামুটি গ্রাফিক্সে আপনার মোবাইলের মাইক্রো এসডি কার্ডে রেখেই অফলাইনে খেলতে পারবেন।

হাই কোয়ালিটি লো, বড় থেকে ছোট সাইজের সমস্ত গেম ইন্সটল ছাড়াই খেলুন সহজেই।

পিএসপি বা প্লেস্টেশন পোর্টেবল ২০০৫ এর একটা হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস যা ২০১৫ সাল পর্যন্ত চলছিলো। এরপর এই গেমগুলি অ্যান্ড্রয়েড ফোনে চলার উপযোগী একটা অ্যাপ বের করেন হেনরিক রাইগার্ড, যার নাম পিপিএসএসপিপি। এই একটা ইমুলেটর দিয়ে মোটামুটি কনফিগার করে সমস্ত গেম ইচ্ছেমতো খেলতে পারবেন।

নীচে একটা লিস্ট দেওয়া হলো। লিস্টটি পরবর্তীতে আপডেট করা হবে ক্রমান্বয়ে। মানে পিএসপি'র কোনো গেম আসলে এই পোস্টে আপডেট দেয়া হবে।


১। নিড ফর স্পীড আন্ডারকাভার গেমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন



নিড ফর স্পীড আন্ডারকাভার অসাধারণ একটি গেম। নিড ফর স্পীড সিরিজের আরো একটি গেম এটি। এই গেমটি প্রায় সব রকম গেমিং প্ল্যাটফর্মের জন্য বানানো হয়েছিলো। প্লেস্টেশন, নিন্টেন্ডো, উইন্ডোজ, ম্যাক সবখানেই খেলা যায়।


গেমটির কয়েক মিনিটের একটি গেমপ্লে দেখুন


Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment